Maula Mere Maula Mere Bangla Lyrics & Translation- মওলা মেরে মওলা মেরে গানের বাংলা লিরিক্স ও অর্থ



To See The English Lyrics And Translation- Click Me.

Maula Mere Maula Mere Bangla Lyrics & Translation- মওলা মেরে মওলা মেরে গানের বাংলা লিরিক্স ও অর্থ


মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে... ... ... 
ও খোদা / (আমার খোদা), ও খোদা, ও খোদা, ও খোদা ... ... ... 

আঁখে তেরি, কিতনি হাছি
তোমার আঁখি, কত সুন্দর

কে ইনকা আশিক, মে বান-গায়া হু
ওগুলোর (আঁখির) প্রেমিক, হয়ে গিয়েছি আমি।

মুঝকো বাছা-লে, ইনমে তু
আমায় থাকতে (বাস করতে) দাও, ওগুলোর (চোখের) মাঝে।

ইশক হে
এটাই প্রেম

মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে... ... ... 
ও খোদা / (আমার খোদা), ও খোদা, ও খোদা, ও খোদা ... ... ... 

ইশক হে
এটাই প্রেম

মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে... ... ... 
ও খোদা / (আমার খোদা), ও খোদা, ও খোদা, ও খোদা ... ... ... 


কে ইনকা আশিক, মে বান-গায়া হু
ওগুলোর (আঁখির) প্রেমিক, হয়ে গিয়েছি আমি।

মুঝকো বাছা-লে, ইনমে তু
আমায় থাকতে (বাস করতে) দাও, ওগুলোর (চোখের) মাঝে।

মুঝছে এ হার ঘাড়ি, মেরা দিল কাহে
আমার হৃদয় প্রতি মুহূর্তে বলে

তুম-হি হো উছকি আরজু
তুমিই তার একমাত্র আকাঙ্ক্ষা


মুঝছে এ হার ঘাড়ি, মেরে লাব কাহে
আমার ঠোঁট প্রতি মুহূর্তে বলে

তেরি হি হো ছাব গুফতগু
শুধু তোমার কথাই যেন বলা হয়


বাতে তেরি ইতনি হাছি
তোমার কথা এত মিষ্টি

মে ইয়াদ ইনকো জাব কারতা হু
যখন আমি সেগুলো মনে করি

ফুলো-ছি আয়ে, খুশবু
ফুলের মতো এক সুগন্ধ আসে



রাখ-লু ছুপা-কে মে কাহি তুঝকো
আমি তোমাকে কোথাও লুকিয়ে রাখতে চাই

ছায়া-ভি তেরা না মে দু
তোমার ছায়াটাও কাউকে দেবো না

রাখ-লু বানাকে কাহি ঘার, মে তুঝে
তোমাকে আমার ঘর বানিয়ে রাখতে চাই

ছাথ তেরে, মে হি রাহু
শুধু তোমার সঙ্গেই থাকতে চাই


জুলফে তেরি, ইতনি ঘানি
তোমার চুল এত ঘন

দেখ-কে ইনকো, এ ছোচতা হু
এগুলোর দিকে তাকিয়ে আমি ভাবি

ছায়ে মে, ইনকে মে জিয়্যু
এই চুলের ছায়ায় আমি বাঁচতে চাই


ইশক হে
এটাই প্রেম

মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে... ... ... 
ও খোদা / (আমার খোদা), ও খোদা, ও খোদা, ও খোদা ... ... ... 

ইশক হে
এটাই প্রেম

মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে, মওলা মেরে... ... ... 
ও খোদা / (আমার খোদা), ও খোদা, ও খোদা, ও খোদা ... ... ... 


মেরা দিল এহি বোলা, মেরা দিল এহি বোলা
আমার হৃদয় এটাই বলল, আমার হৃদয় এটাই বলল

ইয়ারা- রাজ এ উছনে হে মুঝ-পার খোলা
সখা/প্রিয়তমা, এই রহস্য সে আমার সামনে খুলে দিল

কি হে ইশক মোহাব্বাত, জিছকে দিল-মে
যার হৃদয়ে ভালোবাসা আছে

উছকো পাছান্দ কারতা হে মওলা
তাকে ভালোবাসে মাওলা


মেরা দিল এহি বোলা, মেরা দিল এহি বোলা
আমার হৃদয় এটাই বলল, আমার হৃদয় এটাই বলল

ইয়ারা- রাজ এ উছনে হে মুঝ-পার খোলা
সখা/প্রিয়তমা, এই রহস্য সে আমার সামনে খুলে দিল

কি হে ইশক মোহাব্বাত, জিছকে দিল-মে
যার হৃদয়ে ভালোবাসা আছে

উছকো পাছান্দ কারতা হে মওলা
তাকে ভালোবাসে মাওলা
--------------------------------------------------------

Movie: Anwar (2007) 
Song: Maula Mere Maula 
Starcast: Siddharth Koirala, Nauheed Cyrusi 
Singer: Roop Kumar Rathod 
Music: Mithoon 
Lyrics: Sayeed Quadri
--------------------------------------------------------

Post a Comment

0 Comments