To See The English Lyrics And Translation- Click Me.
Dil Galti Kar Baitha Hai Bangla Lyrics and Translation- দিল গালতি কার ব্যায়ঠা-হে বাংলা লিরিক্স
এ হামনে ছোচ রাখা-থা, মোহাব্বাত না কারেঙ্গে হাম,
এটা আমি ঠিক করেছিলাম, ভালোবাসবো না আর
কিছি-কো দিল নেহি দেঙ্গে, কিছি-পে না মারেঙ্গে হাম।
কাউকে মন দেবো না, কারও জন্য মরবো না আর
তুমহারি মাস্ত আখো-নে এ ক্যাছা হাল কার-ডালা
তোমার মায়াবী চোখ (আমার) এ কেমন অবস্থা করে ফেললো !
কে- এ দিল চিজ কেয়া হে মাঙ-লো তো জান দেঙ্গে হাম
এই হৃদয় তো কিছুই নয়, চাইলে প্রাণও দিয়ে দেবো তোমায়
পালাট-কে ইশক-কি গালিও-ছে যানা হে বাড়া মুশকিল
ভালোবাসার পথে এসে, ফিরে যাওয়া মুশকিল / সহজ নয় মোটেও
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল/হৃদয়/মন ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা, আব বোল হামারা কেয়া হোগা?
দিল ভুল করে ফেলেছে, এখন বলো আমার কী হবে?
বোল হামারা, হামারা, বোল হামারা, হামারা, বোল হামারা,
বলো আমার, আমার বলো আমার, আমার বলো আমার,
ও ইয়ারা, বোল হামারা কেয়া হোগা?
ও প্রিয়, বলো আমার কী হবে?
খামোশিয়া ছুনতে, কাবতাক রাহেঙ্গে হাম ?
নীরবতা আর কতদিন শুনে যাবো আমি?
মওকা হে হোটো-ছে, আজ কুচ তো কাহো।
সুযোগ আছে, আজ অন্তত মুখ ফুটে/ প্রাণ খুলে কিছু বলো
বারি মুখতজার-ছি হে, এ জিন্দেগী ইয়ারা,
এই জীবন খুবই সংক্ষিপ্ত, ও প্রিয়
জারা পাছ আ-জাও, ছোচতে না রাহো
একটু কাছে এসো, এত ভাবতে থেকো না
তুম আপনা-লো ইয়া ঠুকরা দো, তুমহে হক-ফ্যায়ছালা কা হে,
তুমি গ্রহণ করো বা ফিরিয়ে দাও, সিদ্ধান্ত তোমার হাতে
হামে কেয়া পুছতে হো তুম, হামারে হাথ-মে কেয়া হে
আমাকে কেন জিজ্ঞেস করো? আমার হাতে কিছুই তো নেই
কে হাম-তো কারচুকে জানা তুমহে হার ছাছ-মে শামিল
কারণ আমি তো তোমায় গ্রহণ করে ফেলেছি প্রতিটি নিঃশ্বাসে
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল/হৃদয়/মন ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল/হৃদয়/মন ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা, আব বোল হামারা কেয়া হোগা?
দিল ভুল করে ফেলেছে, এখন বলো আমার কী হবে?
বোল হামারা, হামারা, বোল হামারা, হামারা, বোল হামারা,
বলো আমার, আমার বলো আমার, আমার বলো আমার,
ও ইয়ারা, বোল হামারা কেয়া হোগা?
ও প্রিয়, বলো আমার কী হবে?
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল/হৃদয়/মন ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
প্যাহলে প্যাহলে হো গায়ি, হাম-ছে দিদার-কি গালতি
প্রথমবার দেখা করে ফেলেছিলাম ভুলবশত/ প্রথমে তোমায় দেখাটাই ভুল হয়ে গিয়েছিল
দোবারা কার গায়ে হাম, বে-ইরাদা পেয়ার-কি গালতি।
তারপর করে ফেললাম সীমাহীন ভালোবাসার ভুল
হামে জিদ-থি, তুমহারে ইশক-মে হাম কাতিল হো জায়ে
আমার জেদ ছিল (আমার মাঝে জিদ তৈরি হয়ে গিয়েছিল), তোমার প্রেমে আমি শেষ হয়ে যাবো
তো- তুম-পে মার মিটা এ দিল আখরি বার কি গালতি
তাই তোমার জন্য মরলো এই মন, এটাই শেষ ভুল আমার
কাহা আশিক কোয়ি হাম-ছা, কাহা তুম-ছা কোয়ি কাতিল ?
এমন প্রেমিক আর কোথায়? তোমার চেয়ে এমন নিষ্ঠুর আর কোথায়?
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা, আব বোল হামারা কেয়া হোগা?
দিল ভুল করে ফেলেছে, এখন বলো আমার কী হবে?
বোল হামারা, হামারা, বোল হামারা, হামারা, বোল হামারা,
বলো আমার, আমার বলো আমার, আমার বলো আমার,
ও ইয়ারা, বোল হামারা কেয়া হোগা?
ও প্রিয়, বলো আমার কী হবে?
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল/হৃদয়/মন ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল/হৃদয়/মন ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা-হে, গালতি কার ব্যায়ঠা হে দিল
দিল ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে দিল/হৃদয়/মন
দিল গালতি কার ব্যায়ঠা,
দিল ভুল করে ফেলেছে,
Song: Dil Galti Kar Baitha Hai
Music: Meet Bros, Shardul Rathod
Singer: Jubin Nautiyal
Sufi Vocals: Danish Sabri
Lyrics: Manoj Muntashir, Shardul Rathod
Creative Producer: Sonal Chawla (T-Series)
-----------------------------------------------------
0 Comments