
Tu Aata Hai Seene Mein Bangla Lyrics- তু আতা হে সিনে মে বাংলা লিরিক্স ও অর্থ
তু আতা হে ছিনে-মে, যাব যাব ছাছে ভারতি হু
তুমি বুকের ভেতরে চলে আসো, ততবার আমি শ্বাস নিই
তেরে দিল-কি গালিও-ছে, মে হার রোজ গুজারতি হু
তোমার হৃদয়ের গলিতে, আমি প্রতিদিন যাওয়া-আসা করি
হাওয়া-কে জ্যাছে চালতা হে তু, মে রেত জ্যাছে উড়তি হু
হাওয়ার মতো করে তুমি চলো, আমি ধুলোর মতো করে উড়ে চলি
কন তুঝে ইউ পেয়ার কারেগা, জ্যাছে মে কারতি হু ?
কে তোমাকে এভাবে ভালোবাসবে, যেভাবি আমি বাসি ?
হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ...
... ... ...
মেরি নাজার-কা ছাফার, তুজ পে হে আকে রুকে
আমার নজরের/দৃষ্টির সফর (জার্নি/ভ্রমন/ছুটে চলা), তোমাতে এসে থামে
ক্যাহনে কো বাকি হে কেয়া, ক্যাহনে থা জো ক্যাহে চুকে
বলার আর কি আছে, বলার যা ছিলো- বলে দিয়েছি
মেরি নিগাহে হে তেরি নিগাহো-কি
আমার চোখগুলো- তোমারই চোখের/
আমার চোখের মালিক তোমার চোখগুলো
তুঝে খাবার কেয়া বেখাবার
তোমার কি কোনো খেয়াল আছে (এ ব্যাপারে), ওহ উদাসীন/বে-খেয়াল বন্ধু
মে তুঝছে-হি ছুপ ছুপ কার, তেরি আঁখে পাড়তি হু
আমি তোমার থেকে লুকিয়ে/ চুপি-চুপি, তোমার চোখগুলো (চোখের ভাষা) পড়ি
কন তুঝে ইউ পেয়ার কারেগা, জ্যাছে মে কারতি হু ?
কে তোমাকে এভাবে ভালোবাসবে, যেভাবি আমি বাসি ?
হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ...
... ... ... ...
যখন থেকে তুমি আমার সাথে মিলেছো, (তখন থেকেই) আমার স্বপ্ন গুলো উতলা/পাগল-পাগল হয়ে গিয়েছে
হাথোমে আতে নেহি, উড়তে হে লামহে মেরে
সময়গুলো/মুহুর্ত গুলো উড়ে চলেছে, সেগুলো আমার হাতে নেই
মেরি হাছি তুঝছে, মেরি খুশি তুঝছে
আমার হাসি তুমি, আমার খুশি তুমি / তোমার থেকেই আমার হাসি/আনন্দ/ খুশি আসে
তুঝে খাবার কেয়া বে-কদর ?
তোমার কি কোনো খেয়াল আছে (এ ব্যাপারে), ওহ উদাসীন/বে-খেয়াল বন্ধু
তোমার কি কোনো খেয়াল আছে (এ ব্যাপারে), ওহ উদাসীন/বে-খেয়াল বন্ধু
জিছ দিন তুঝকো না দেখু, পাগাল পাগাল ফিরতি হু
যেদিন তোমায় না দেখি, (সেদিন-সারাদিন) পাগলের মতো ঘুরি-ফিরি
কন তুঝে ইউ পেয়ার কারেগা, জ্যাছে মে কারতি হু ?
কে তোমাকে এভাবে ভালোবাসবে, যেভাবি আমি বাসি ?
হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ...
...........................................................................
যেদিন তোমায় না দেখি, (সেদিন-সারাদিন) পাগলের মতো ঘুরি-ফিরি
কন তুঝে ইউ পেয়ার কারেগা, জ্যাছে মে কারতি হু ?
কে তোমাকে এভাবে ভালোবাসবে, যেভাবি আমি বাসি ?
হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ... হু...হু...উ...উ...উ...
...........................................................................
শিল্পীঃ পলক মুচ্ছল
অভিনয়েঃ দিশা পাটানি ও সুশান্ত সিং রাজপুত
মুভিঃ এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি
............................................................................
0 Comments