
Chand Chupa Badal Mein Bangla Lyrics- চান্দ ছুপা বাদল মে বাংলা লিরিক্স
((চান্দ ছুপা বাদাল-মে, শারমা-কে মেরি জানা
চাঁদ লুকিয়েছে, মেঘের আড়ালে, লজ্জা পেয়ে- ওহ জান
চাঁদ লুকিয়েছে, মেঘের আড়ালে, লজ্জা পেয়ে- ওহ জান
ছিনে-ছে লাগ-জা তু, বালখাকে মেরি জানা (২))
এ বুকে চলে আসো, জড়িয়ে ধরো- ওহ জান
গুমছুম-ছা হে, গুপছুপ-ছা হে, মাধোশ হে, খামোশ হে
গোপনতাপুর্ন, নিশ্বব্দ, মাদকতাময়, শান্ত
ইয়ে এ ছামা, হা ইয়ে ছামা কুছ অর হে
এই সময়/পরিবেশ, হ্যা- এই সময়টা একটু অন্যরকম
ওহ হো হো হো...
চান্দ ছুপা বাদাল-মে, শারমা-কে মেরি জানা
চাঁদ লুকিয়েছে, মেঘের আড়ালে, লজ্জা পেয়ে- ওহ জান
ছিনে-ছে লাগ-জা তু, বালখাকে মেরি জানা
এ বুকে চলে আসো, জড়িয়ে ধরো- ওহ জান
নাজদিকিয়া বাড় যানে দে
ঘনিষ্ঠতা বাড়তে দাও
আরে নেই বাবা, নেই আভি নেই নেই নেই
আরে নাহ বাবা, এখনি না, এখনি না
এ দুরিয়া মিট জানে দে
এ দুরত্ব শেষ হতে দাও
আরে নেই বাবা, নেই আভি নেই নেই নেই
আরে নাহ বাবা, এখনি না, এখনি না
দূর-ছেহি তুম, জী-ভারকে দেখো
দূর থেকেই তুমি, প্রাণভরে দেখো
তুম-হি কাহো ক্যাছে দূর-ছে দেখু
তুমিই বলো, কিভাবে দূর থেকে দেখবো ?
চান্দ-কো জ্যাছে দেখতা চাকোর হে
চাঁদকে পাখি যেভাবে দেখে
এহহ...
গুমছুম-ছা হে, গুপছুপ-ছা হে, মাধোশ হে, খামোশ হে
গোপনতাপুর্ন, নিশ্বব্দ, মাদকতাময়, শান্ত
ইয়ে এ ছামা, হা ইয়ে ছামা কুছ অর হে
এই সময়/পরিবেশ, হ্যা- এই সময়টা একটু অন্যরকম
চান্দ ছুপা বাদাল-মে, শারমা-কে জানে জানা
চাঁদ লুকিয়েছে, মেঘের আড়ালে, লজ্জা পেয়ে- ওহ জান
ছিনে-ছে লাগ-জা তু, বালখাকে মেরি জানা
এ বুকে চলে আসো, জড়িয়ে ধরো- ওহ জান
আযা-রে আযা চান্দা কি যাবতাক তু না আয়ে-গা
আয় আয় চাঁদ তুই, যতক্ষন না তুই আসবি
ছাজনা-কে চেহরে-কো দেখনে এ মান তারছা জায়েগা
স্বজন-বন্ধুর মুখ দেখার জন্য এ মন পিপাসায় ভূগবে
না না চান্দা তু নেহি আনা
না না চাঁদ, তুই আসিস না
তু জো আয়া তো, ছানাম শারমা-কে কাহি চালা যায়েগা
তুই চলে আসলে, প্রিয়া লজ্জা পেয়ে কোথাও চলে যাবে
আজা-রে আজা চান্দা তু লাখ দুয়া এ পায়েঙ্গা
আয়রে, আয় চাঁদ, তুই লাখ/অনেক দোয়া পাবি
না না চান্দা, তু নেহি আনা
না না চাঁদ, তুই আসিস না
অরনা ছানাম চালা যায়েগা
অন্যথায়/আসলেই প্রিয়া চলে যাবে।
আচাল-মে তু, ছুপ যানে দে
আচলে তুই, লুকাতে দে
আরে নেই বাবা, নেই বাবা, নেই নেই নেই
আরে...না-বাবা, না-বাবা, নাহ...নাহ...নাহ...
জুলফো-মে তু, খো যানে দে
তোর জুলফির ভেতরে (কপালের পাশের খোলা চুলের মাঝে) হারিয়ে যেতে দে
আরে নেই বাবা, নেই আভি নেই নেই নেই
আরে নাহ বাবা, এখনি না, এখনি না
পেয়ার তো নাম হে ছাবার-কা হামদাম
প্রেম হোলো ধৈর্যের আরেক নাম- প্রিয়-সঙ্গী
ও হি ভালা বোলো, ক্যাছে কারে হাম
সে নাহয় ঠিক আছে, কিন্তু আমি কিভাবে তা করবো (ধৈর্য ধরবো)
সাভান-কি রাহ জ্যাছে দেখ মোর হে
বৃষ্টির জন্য ময়ূর যেভাবে অপেক্ষা করে/ধৈর্য ধরে থাকে।
হে...র্যাহনে-ভি দো, জানে-ভি দো, আব ছোড়ো না
আহ... বাদ দাও (যেমনটা হচ্ছে, হতে দাও), এভাবেই চলতে দাও, (ব্যাপারটাকে) ছেড়ে দাও
ও মোরো না, আ এ ছামা, হা এ ছামা কুছ অর হে
ও... পেছিও না (জটিল কোরোনা ব্যাপারটা), এই মুহুর্ত, হ্যা- এই মুহুর্তটা একটু অন্য রকম।
((আয়া-রে, আয়া চান্দা, আব হার খায়েশ পুরি হোগি
এসেছে, চাঁদ এসেছে, এখন সকল চাওয়াই পুর্ন হবে।
চান্দনী রাত-মে, হার ছাজনি আপনে ছাজনা-কো দেখেগি (৩))
চাঁদনী এ রাতে, সকল প্রেমিকা নিজ নিজ প্রেমিক কে দেখতে পাবে
..................................................................
গানঃ চান্দ ছুপা বাদল মে
সিনেমাঃ হাম দিল দে চুকে সানাম
শিল্পীঃ উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক
গীতিকারঃ মেহবুব
মিউজিক ডিরেক্টরঃ ঈসমাইল দারবার
অভিনয়েঃ সালমান খান, ঐশ্বরিয়া রাই
ল্যাবেলঃ টি-সিরিজ
..................................................................
0 Comments