Khamoshiyan Lyrics in Bengali- খামোশিয়া গানের বাংলা অর্থ

Khamoshiyan Lyrics in Bengali- খামোশিয়া গানের বাংলা অর্থ

Khamoshiyan Lyrics in Bengali- খামোশিয়া গানের বাংলা অর্থ 

খামোশিয়া, আওয়াজ হে
নিরবতার মধ্যে কথা/কণ্ঠ আছে,
(নিরবতাই এখন কণ্ঠ/কথা/আওয়াজ)


তুম ছুননে তো আয়ো কাভি
তুমি শুনতে এসো কখনও,

ছু কার তুমহে খিল জায়েঙ্গে
তোমায় ছুয়ে তারা প্রস্ফুটিত হবে

ঘর ইনকো বুলায়ো কাভি
বাড়িতে ডেকে নিও- কখনও

বেকারার হে, বাত কারনে কো
অধৈর্য হয়ে আছে, কথা বলার জন্য

ক্যাহেনো দো ইনকো জারা,
ওদেরকে একটু কথা বলতে দাও,

খামোশিয়া, তেরি মেরি খামোশিয়া
নিরবতা, তোমার আমার নিরবতা

খামোশিয়া, লিপ্টি হুয়ি খামোশিয়া
নিরবতা, এই আঁকড়ে/জড়িয়ে থাকা নিরবতা। 

... ...
কেয়া উছ গালি মে কাভি তেরা জানা হুয়া ?
তুমি কি কখনও ওই গলিতে/পথে গিয়েছো ?

জাহা-ছে জামানে কো গুজরে জামানা হুয়া
যেখানে যুগ-যুগ ধরে কেউ যায়নি... 


মেরা ছমায় তো ওহি পে হে ঠেহরা হুয়া
আমার সময়তো ওখানেই থেমে আছে

বাতাউ তুমহে কেয়া মেরে ছাথ কেয়া কেয়া হুয়া
কিভাবে তোমাকে বলবো- আমার সাথে কি কি হয়েছে

হুমম

খামোশিয়া এক ছাজ হে
নিরবতাগুলো এক বাদ্যযন্ত্রের মতো,

তুম ডুন কোয়ি লাও জারা
তুমি কিছু সুর খুজে নিয়ে এসো

খামোশিয়া আলফায হে
নিরবতাগুলো গানের কথার মতো/
এই নিরবতার মধ্যে লুকিয়ে আছে অনেক গীতিকথা


কাভি আ গুনগুনা লে জারা
কখনও এসে গুনগুনিয়ে গান গেয়ে যাও

বেকারার হে, বাত কারনে কো
অধৈর্য হয়ে আছে, কথা বলার জন্য

ক্যাহেনো দো ইনকো জারা,
ওদেরকে একটু কথা বলতে দাও,

খামোশিয়া, তেরি মেরি খামোশিয়া
নিরবতা, তোমার আমার নিরবতা

খামোশিয়া, লিপ্টি হুয়ি খামোশিয়া
নিরবতা, এই আঁকড়ে/জড়িয়ে থাকা নিরবতা। 


নদীয়া-কা পানি ভি খামোশ বেহতা ইয়াহা
নদীর পানিও নিঃশব্দে বয়ে যায় এখানে

খিলি চান্দনী-মে ছিপি লাখ খামোশিয়া
আলোকজ্জ্বল এই চাঁদনী রাতে লুকিয়ে আছে লক্ষ-কোটি নিরবতা


বারিশ কি বুন্দো-কি হোতি কাহা হে জুবা(ন)
বৃষ্টির ফোঁটার কি আর কণ্ঠ থাকে

ছুলাগতে দিলো-মে হে খামোশ উঠতা ধুয়া 
জ্বলন্ত হৃদয়ে নিরবে উঠে ধোঁয়া,

খামোশিয়া আকাশ হে
নিরবতা আকাশের মতো

তুম উড়নে তো আয়ো জারা
তুমি একটুখানি উড়তে এসো

খামোশিয়া এহছাছ হে
নিরবতার মধ্যে আবেগ আছে

তুমহে মেহছুছ হোতি হে কেয়া
তোমার কি তা অনুভব হয়? 

বেকারার হে, বাত কারনে কো
অধৈর্য হয়ে আছে, কথা বলার জন্য

ক্যাহেনো দো ইনকো জারা,
ওদেরকে একটু কথা বলতে দাও,

খামোশিয়া, তেরি মেরি খামোশিয়া
নিরবতা, তোমার আমার নিরবতা

খামোশিয়া, লিপ্টি হুয়ি খামোশিয়া
নিরবতা, এই আঁকড়ে/জড়িয়ে থাকা নিরবতা। 

খামোশিয়া, তেরি মেরি খামোশিয়া
নিরবতা, তোমার আমার নিরবতা

খামোশিয়া, লিপ্টি হুয়ি খামোশিয়া
নিরবতা, এই আঁকড়ে/জড়িয়ে থাকা নিরবতা। 

মুভিঃ খামোশিয়া 
মিউজিক ডিরেক্টরঃ জিৎ গাঙ্গুলি
গীতিকারঃ রাশমি সিং 
শিল্পীঃ অরিজিত সিং 
ল্যাবেলঃ সনি মিউজিক 


Post a Comment

0 Comments