Aankhon Mein Teri Ajab Si-আখোমে তেরি আজাবছি

Aankhon Mein Teri Ajab Si-আখোমে তেরি আজাবছি




(For English Lyrics & Meaning: Click here)


আয়ি অ্যাছি রাত হে জো বহোত খুশ-নাছিব হে,
এসেছে এমন এক রাত, যেটা অনেক সৌভাগ্যের,

চাহে জিছে দূর-ছে দুনিয়া, ও মেরে কারিব হে,
চায় যাকে পুরো দুনিয়া, ও আমার নিকটে আছে,

কিতনা কুছ ক্যাহেনা হে ফির ভি হে দিল মে ছাওয়াল কাহি,
কত কিছু বলার আছে, তবুও হৃদয়ে প্রশ্ন থেকে যায়,

ছাপ্নো মে জো রোজ কাহা হে ও ফির ছে কাহু ইয়া নেহি ?
স্বপ্নে যা রোজ/প্রতিদিন বলি, ওগুলো কি আবারও বলবো নাকি ?

(আঁখো-মে তেরি আজাব ছি আজাব ছি আদায়ে হে (২))
চোখেতে তোর,এক আজব আজব/ রহস্যময়, লাবন্য/মাধুর্য্য লেগে আছে

দিল কো বানাদে জো পাতাঙ ছাছে ইয়ে তেরি ও হাওয়ায়ে হে 
হৃদয় কে বানিয়ে দেয় ঘুড়ি, তোর নিশ্বাসের ওই হাওয়া


তেরে ছাথ ছাথ অ্যাছা কোয়ি নূর আয়া হে,
তোর সাথে সাথে, এমন কিছু আলো/জ্যোতি এসেছে,

চাঁন্দ তেরি রশনি কা হালকা-ছা এক ছায়া হে ।
(যেনো) চাঁদ তোর আলোকরশ্নির হালকা একটূ ছায়া/অংশ ।

তেরি নাজরো-নে দিল-কা কিয়া জো হাশার, আছার ইয়ে হুয়া,
তোর নজর (আমার) দিলের/হৃদয়ের যে অবস্থা তৈরি করেছে, (তা- তোমার) প্রভাবেই হয়েছে,

আবে ইনমে হি ডুব কে হো জায়্যু পার, এহি হে দূয়া ।
এখন, এর মধ্যে ডুবেই পার হয়ে যেতে চাই, এটাই আমার প্রার্থনা ।

(আঁখো-মে তেরি আজাব ছি আজাব ছি আদায়ে হে (২))
চোখেতে তোর,এক আজব আজব/ রহস্যময়, লাবন্য/মাধুর্য্য লেগে আছে

দিল কো বানাদে জো পাতাঙ ছাছে ইয়ে তেরি ও হাওয়ায়ে হে 
হৃদয় কে বানিয়ে দেয় ঘুড়ি, তোর নিশ্বাসের ওই হাওয়া

...............................................................................
গানঃ আখোমে তেরি
মুভিঃ ওম শান্তি ওম
গীতিকারঃ ভিশাল দাদলানি
মিউজিক ডিরেক্টরঃ ভিশাল দাদলানি, শেখর রাভজিয়ানি 
ল্যাবেলঃ টি-সিরিজ
প্রকাশকালঃ ২০০৭ 
.................................................................................

Post a Comment

0 Comments