Suraj Hua Maddham- সূরায হুয়া মাদ্ধাম

Suraj Hua Maddham- সূরায হুয়া মাদ্ধাম

Suraj Hua Maddham- ছুরাজ হুয়া মাদ্ধাম

(((ছুরাজ হুয়া মাদ্ধাম, চান্দ জ্বালনে লাগা,
সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে, চাঁদ জ্বলতে শুরু করেছে,

আছমা(ন) ইয়ে হায়, কিউ পিঘালনে লাগা...?(২)))
এই আকাশ/আসমান, কেনো গলতে শুরু করেছে...?

মে ঠ্যাহেরা রাহা, জামি(ন) চালনে লাগি...
আমি দাঁড়িয়ে ছিলাম, (কিন্তু)- জমিন/পায়ের নিচের মাটি যেনো চলতে শুরু করেছে।

ধারকা(ন) ইয়ে দিল, ছাছে থামনে লাগি...
বুক ধরফর করছে, নিশ্বাস থেমে যাচ্ছে...

ও... কেয়া ইয়ে মেরা প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
ওহ... এটা কি আমার প্রথম ভালোবাসা...?

ছাজনা- কেয়া ইয়ে মেরা 
প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
প্রিয়- এটা কি আমার প্রথম প্রেম...?
(প্রথম প্রথম প্রেমে পড়লে কি এমন অনুভুতি হয়...?) 

হো ও ও ও ও আ  আ আ আ 

ছুরাজ হুয়া মাদ্ধাম, চান্দ জ্বালনে লাগা,
সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে, চাঁদ জ্বলতে শুরু করেছে,

আছমা(ন) ইয়ে হায়, কিউ পিঘালনে লাগা...?
এই আকাশ/আসমান, কেনো গলতে শুরু করেছে...?

মে ঠ্যাহেরি রাহি, জামি(ন) চালনে লাগি...
আমি দাঁড়িয়ে ছিলাম, (কিন্তু)- জমিন/পায়ের নিচের মাটি যেনো চলতে শুরু করেছে।

ধারকা(ন) ইয়ে দিল, ছাছে থামনে লাগি...
বুক ধরফর করছে, নিশ্বাস থেমে যাচ্ছে...

হা... কেয়া ইয়ে মেরা প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
ওহ... এটা কি আমার প্রথম ভালোবাসা...?

ছাজনা- কেয়া ইয়ে মেরা প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
প্রিয়- এটা কি আমার প্রথম প্রেম...?


হে খুবছুরাত ইয়ে পাল, ছাব কুছ রাহা হে বাদাল,
এই মুহুর্তটা খুব-সুন্দর, সবকিছু বদলে যাচ্ছে,

ছাপ্নে হাকিকাত মে জো ডাল রাহে হে ।
স্বপ্ন যেনো বাস্তবে রুপ নিচ্ছে ।

কেয়া ছাদিও-ছে পুরানা হে রিশতা ইয়ে হামারা ?
শতবর্ষের পুরোনো নাকি আমাদের এই সম্পর্ক ?

কে জিছ তারহা তুমছে হাম মিল রাহে হে ।
যার কারনে তোমার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে ।


ইউহি রাহে হারদাম, পেয়ার কা মছাম...
এরকমই থাক- প্রেমের এই মৌসুম...

ইউহি মিলো হামছে তুম জানাম জানাম...
এভাবেই আমার কাছে তুমি এসো জনমে-জনমে...

মে ঠ্যাহেরা রাহা, জামি(ন) চালনে লাগি...
আমি দাঁড়িয়ে ছিলাম, (কিন্তু)- জমিন/পায়ের নিচের মাটি যেনো চলতে শুরু করেছে।

লালা লাল লালা লাল লালা লাল লালা লাল 

ধারকা(ন) ইয়ে দিল, ছাছে থামনে লাগি...
বুক ধরফর করছে, নিশ্বাস থেমে যাচ্ছে...

হা... কেয়া ইয়ে মেরা প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
ওহ... এটা কি আমার প্রথম ভালোবাসা...?

ছাজনা- কেয়া ইয়ে মেরা প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
প্রিয়- এটা কি আমার প্রথম প্রেম...?


তেরে হি রাঙ্গ ছে ইউ মে তো রাঙ্গি হু ছানাম,
তোরই রঙে আমি রঙ্গিন হয়েছি- প্রিয়তমা/প্রিয়তম।

পাকে তুঝে খুদ ছে হি খো রাহি হু ছানাম,
তোকে পেয়ে নিজেই নিজেকে হারিয়ে ফেলছি- প্রিয়তমা/প্রিয়তম।

ও মাহিয়া, ভে তেরে ইশক মে হা ডুবকে...
ও মাহিয়া/প্রিয়, আরে- আমি তোর প্রেমে ডুবে...

পার মে হো রাহি হু ছানাম,
পার আমি হচ্ছি - ও প্রিয়/প্রিয়া


ছাগার হুয়া পেয়াছা, রাত জাগনে লাগি,
সাগর পিপাসার্ত হয়েছে, রাত নিজেই জাগতে শুরু করেছে,

শোলো-কে দিল-মে ভি আগ জ্বালনে লাগি,
অঙ্গার/জ্বলন্ত কয়লার হৃদয়েও আগুন জ্বলতে শুরু করেছে,

মে ঠ্যাহেরি রাহি, জামি(ন) চালনে লাগি...
আমি দাঁড়িয়ে ছিলাম, (কিন্তু)- জমিন/পায়ের নিচের মাটি যেনো চলতে শুরু করেছে।

ধারকা(ন) ইয়ে দিল, ছাছে থামনে লাগি...
বুক ধরফর করছে, নিশ্বাস থেমে যাচ্ছে...

কেয়া ইয়ে মেরা প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
এটা কি আমার প্রথম ভালোবাসা...?

ছাজনা- কেয়া ইয়ে মেরা প্যাহেলা প্যাহেলা পেয়ার হে ?
প্রিয়- এটা কি আমার প্রথম প্রেম...?

ছুরাজ হুয়া মাদ্ধাম, চান্দ জ্বালনে লাগা,
সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে, চাঁদ জ্বলতে শুরু করেছে,

আছমা(ন) ইয়ে হায়, কিউ পিঘালনে লাগা...?
এই আকাশ/আসমান, কেনো গলতে শুরু করেছে...?

জ্বালতা রাহে ছুরাজ, চান্দ রাহে মাদ্ধাম 
সূর্য জ্বলছে, চাঁদ নিভে যাচ্ছে 

এ খাব হে মুশকিল, না মিল ছাকেঙ্গে হাম... 
এ স্বপ্ন (সত্যি হওয়া) মুশকিল, আমরা মিলিত হতে পারবো না... 

..............................................................
গানঃ সূরায হুয়া মাদ্ধাম 
মুভিঃ কাভি খুশি কাভি গাম 
মিউজিক ডিরক্টরঃ সন্দেশ শন্দিল্য 
গীতিকারঃ অনিল পান্ডে 
ল্যাবেলঃ সনি মিউজিক
প্রকাশকালঃ ২০০১
..............................................................

Post a Comment

0 Comments