Kal Ho Naa Ho- কাল হো না হো লিরিক বাংলা

Kal Ho Naa Ho- কাল হো না হো লিরিক বাংলা

Kal Ho Naa Ho- কাল হো না হো লিরিক বাংলা


(((হার ঘাড়ি বাদাল রাহি হে রুপ জিন্দেগী,
প্রত্যেক মুহুর্তে বদলাচ্ছে জীবনের রুপ,

ছাও হে কাভি, কাভি হে ধুপ জিন্দেগী,
কখনও ছায়া, কখনও আলো - এ জীবনে,

হার পাল ইয়্যাহা জি ভার জিয়ো,
প্রত্যেক মুহুর্ত এখানে সর্বোচ্চ খুশি/পরিপুর্নতা নিয়ে বাঁচো,

জো হে ছামা, কাল হো না হো (২)))
এখন যে সময়ই হোক না কেনো, (কে জানে) আগামীকাল (এমন সময়) আসবে কিনা । 
(এই মুহুর্তগুলো আগামীকাল নাও আসতে পারে)


চাহে জো তুমহে পুরে দিল-ছে,
যে তোমাকে মন(পুরো হৃদয়) থেকে চায়,

মিলতা হে ও মুশকিল-ছে,
তার দেখা পাওয়া যায় তবে খুব কষ্টে,
(অনেক সাধনার পরে তাকে খুজে পাওয়া যায়)

অ্যায়ছা জো কোয়ি কাহি হে,
এমন যদি কেউ কোথাও থাকে,

বাছ ওহি ছাবছে হাছি(ন) হে,
তাহলে, সেই সবচেয়ে সুন্দর,

উছ হাথ-কো তুম থাম লো,
সেই হাতটা তুমি তোমার হাতে ধরো,

ও ম্যাহেরবা কাল হো না হো ।
সেই মহান/কাঙ্খিত সত্ত্বা, কাল হয়তো থাকবে না ।

হার পাল ইয়্যাহা জি ভার জিয়ো,
প্রত্যেক মুহুর্ত এখানে সর্বোচ্চ খুশি/পরিপুর্নতা নিয়ে বাঁচো,

জো হে ছামা, কাল হো না হো ।
এখন যে সময়ই হোক না কেনো, (কে জানে) আগামীকাল (এমন সময়) আসবে কিনা ।



হো... পালকো কে লেকে ছায়ে,
হো... চোখের পলকের ছায়া নিয়ে,

পাছ কোয়ি জো আয়ে,
কাছে কেউ যখন আসে,

লাখ ছামভালো পাগাল দিল কো,
লক্ষবার সামলাও/কন্ট্রোল করো পাগল হৃদয়কে,

দিল ধারকে হি জায়ে ।
(তবুও) বুক ধকধক করতেই থাকে।

পার ছোচ লো ইছ পাল হে জো,
কিন্তু- একটু ভেবে দেখো, কি আছে এই সময়ের মধ্যে,

ও দাসতা, কাল হো না হো ।
ওই গল্প, কালকে নাও তৈরি হতে পারে ।

হার ঘাড়ি বাদাল রাহি হে রুপ জিন্দেগী,
প্রত্যেক মুহুর্তে বদলাচ্ছে জীবনের রুপ,

ছাও হে কাভি, কাভি হে ধুপ জিন্দেগী,
কখনও ছায়া, কখনও আলো - এ জীবনে,

(((হার পাল ইয়্যাহা জি ভার জিয়ো,
প্রত্যেক মুহুর্ত এখানে সর্বোচ্চ খুশি/পরিপুর্নতা নিয়ে বাঁচো,

জো হে ছামা, কাল হো না হো (২)))
এখন যে সময়ই হোক না কেনো, (কে জানে) আগামীকাল (এমন সময়) আসবে কিনা ।
................................................
গানঃ কাল হো না হো 
মুভিঃ কাল হো না হো 
মিউজিক ডিরেক্টরঃ শংকর এহসান লয় 
গীতিকারঃ জাভেদ আখতার
ল্যাবেলঃ সনি বিএমজি
শিল্পীঃ সোনু নিগম 
প্রকাশকালঃ ২০০৪
................................................

Post a Comment

0 Comments