কাভি জো বাদল বারছে- Kabhi Jo Badal Barse
কাভি জো বাদাল বারছে-
কখনও যদি মেঘ বৃষ্টি বর্ষণ করে-
মে দেখু তুঝে আখে ভারকে-
আমি তোকে নয়ন ভরে দেখি-
তু লাগে মুঝে পেহলি বারিশ-কি দুয়া ।
তোকে আমার কাছে মনে হয়, প্রথম বর্ষণের প্রার্থনার মতো।
তেরে পেহলু-মে রেহ-লু ।
(আমার সখ/ স্বপ্ন/ ইচ্ছে) তোর কাছে আমি থাকি ।
মে খুদকো পাগাল কেহ-লু-
(ইচ্ছে করে) আমি আমাকে পাগল বলি-
তু ঘাম দে ইয়া খুশিয়া ছেহ লু ছাথিয়া-
তুই দুঃখ দিস আর সুখই দিস, আমি সবই গ্রহন করি- প্রিয় সাথী-
কোয়ি নেহি তেরে ছিবা মেরা ইয়াহা-
কেউ নেই তুই ছাড়া, আমার পাশে-
মানজিলে হে মেরি তো ছব ইয়াহা-
মনজিল/গন্তব্য আমার তো সব এখানেই (তোর মাঝেই)-
মিটা দে ছাভি আজা ফাছলে-
কাছে আয়, দূর করে দে সবই (দুরত্ব, বাধা, ইত্যাদি-ইত্যাদি)-
মে চাহু মুঝে মুঝছে বাট-লে-
আমি চাই- আমাকে আমার মধ্যে থেকে (তোর কাছে) ভাগ করে নে-
জারা-ছা মুঝ মে তু ঝাক লে মে হু কেয়া-
একটু আমার মধ্যে তুই উঁকি দিয়ে দেখ, আমি কি/কে-
পেহলে কাভি না তুনে মুঝে ঘাম দিয়া-
আগে কখনও তুই আমাকে দুঃখ দিস নি-
ফির মুঝে কিউ তানহা কার দিয়া-
তাহলে আমাকে কেনো একা করে দিলি-
গুজারে-থে জো লামহে পেয়ার কে-
অতিবাহিত করেছি যে সময়- প্রেমের-
হামেশা তুঝে আপনা মান কে-
সবসময় তোকে নিজের মনে করে-
তো ফির তুনে বাদলি কিউ আদা, ইয়ে কিউ কিয়া ?
তাহলে তুই তোর আচরন কেনো পালটে ফেললি, এমন কেনো করলি ?
ও ও ও ও ও ও ............
.................................................................
গানঃ কাভি জো বাদাল বারছে
শিল্পীঃ অরিজিত সিং
মুভিঃ জ্যাকপট
গীতিকারঃ তুরাজ, আজিম সিরাজী
মিউজিক কম্পোজারঃ শারিব-তোশি
ল্যাবেলঃ টি-সিরিজ
প্রকাশকালঃ ২০১৩
................................................................
1 Comments
Thanks
ReplyDelete