Janam Janam Sath Chalna Yuhi- জনম জনম জনম সাথ চালনা ইউহি

Janam Janam Sath Chalna Yuhi- জনম জনম জনম সাথ চালনা ইউহি

Janam Janam Sath Chalna Yuhi- জনম জনম জনম সাথ চালনা ইউহি


(For English Lyrics & Meaning: Click here)


জানোম জানোম জানোম ছাথ চালনা ইউহি,
জনমে জনমে জনমে, সাথে চলনা এভাবেই,

কাছোম তুমহে কাছোম আকে মিলনা এহি,
কছম, তুই কছম দে, এখানেই এসে মিলবি/ দেখা করবি,

এক জা(ন) হে ভালে দো বাদান হো জুদা,
এক জান যদিও দু-শরীর আলাদা,

মেরি হোকে হামেশা হি র‍্যাহেনা,
আমার হয়ে সবসময় থাকবি,

কাভি না ক্যাহেনা আলভিদা ।
কখনও বলবিনা- বিদায় ।

মেরি ছুবাহ তো তুমহি, অর তুমহি শাম হো,
আমার সকাল তুমি, আর তুমিই বিকেল,

তুম দারদ হো, তুম হি আরাম হো,
তুমিই ব্যাথা, (আবার) তুমিই আরাম/উপশম,

মেরি দুয়া-ও ছে আতি হে বাছ ইয়ে ছাদা,
আমার প্রার্থনা/দোয়া থেকে শুধু একথাই চলে আসে,

মেরি হোকে হামেশা হি র‍্যাহেনা,
আমার হয়ে সবসময় থাকোনা (প্লিজ),

কাভি না ক্যাহেনা আলভিদা ।
কখনও বলোনা- বিদায় ।

আ হা হা হা আ হা আ ও হো ও হুমম ও ও ও 

মেরি হোকে হামেশা হি র‍্যাহেনা,
আমার হয়ে সবসময় থাকোনা (প্লিজ),

কাভি না ক্যাহেনা আলভিদা ।
কখনও বলোনা- বিদায় ।


তেরি বাহো-মে হে মেরে দোনু জাহা(ন),
তোর হাতে আমার দু-জাহান (ইহকাল+পরকাল),

তু রাহে জিধার মেরি জান্নাত ওহি,
তুই যেখানে থাকবি, আমার জান্নাত সেখানেই,

জ্বাল রাহি আগান জো ইয়ে দো তারফা,
জ্বলছে আগুন যেটা দু-পাশেই (আমার মধ্যে আর তোমার মধ্যে)

না বুঝে কাভি মেরি মান্নাত এহি,
না নিভূক কখনও, আমার প্রার্থনা/চাওয়া এটাই,

তু মেরি আরজু, মে তেরি আশিকী,
তুই আমার আখাঙ্খা, আমি তোর প্রেমিক,

তু মেরি শায়ারি, মে তেরি মছিকি ।
তুই আমার কবিতা, আমি তোর সুর ।


তালাব তালাব তালাব বাছ তেরি হে মুঝে,
তৃষ্ণা, তৃষ্ণা, তৃষ্ণা, তোর প্রতি আমার,
(আমি তোকে পাওয়ার পিপাসায় তৃষ্ণার্ত)

নাছো মে তু ন্যাশা বানকে ঘুলনা ইউহি,
শিরার/রগের ভেতরে তুই নেশা হয়ে মিশে যা এভাবেই,

মেরি মোহাব্বাত কা কারনা তু হাক ইয়ে আদা,
আমার মোহাব্বতের প্রতিদান তুই এভাবেই দিয়ে যা,

মেরি হোকে হামেশা হি র‍্যাহেনা,
আমার হয়ে সবসময় থাকোনা (প্লিজ),

কাভি না ক্যাহেনা আলভিদা ।
কখনও বলোনা- বিদায় ।

মেরি ছুবাহ তো তুমহি, অর তুমহি শাম হো,
আমার সকাল তুমি, আর তুমিই বিকেল,

তুম দারদ হো, তুম হি আরাম হো,
তুমিই ব্যাথা, (আবার) তুমিই আরাম/উপশম,

মেরি দুয়া-ও ছে আতি হে বাছ ইয়ে ছাদা,
আমার প্রার্থনা/দোয়া থেকে শুধু একথাই চলে আসে,

মেরি হোকে হামেশা হি র‍্যাহেনা,
আমার হয়ে সবসময় থাকোনা (প্লিজ),

কাভি না ক্যাহেনা আলভিদা ।
কখনও বলোনা- বিদায় ।

আলবিদা... 
ও হো হো নারা না রা রা......... 
.........................................................
গানঃ জনম জনম
মুভিঃ দিলওয়ালে 
মিউজিক ডিরেক্টরঃ প্রিতম 
গীতিকারঃ অমিতাভ ভট্টাচার্য
ল্যাবেলঃ সনি মিউজিক
শিল্পীঃ অরিজিত সিং, অন্তরা মিত্র 
প্রকাশকালঃ ২০১৫ 
.........................................................

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)