মেরি ভিগি ভিগি ছি লিরিক্স

কিশোর কুমার এর ছবি

(To Know The English Lyrics & Meaning: Click here.)

Meri Bheegi Bheegi Si Lyrics মেরি ভিগি ভিগি ছি লিরিক্স

(((মেরি ভিগি ভিগি-ছি, পালকো-পে র‍্যাহে গায়ি,
জ্যায়ছে মেরে ছাপনে বিখার-কে ।

আমার ভেজা ভেজা চোখে,
স্বপ্ন গুলো (আমার) ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

জ্বালে মান তেরা ভি, কিছি-কে মিলান-কো,
জ্বলুক তোমার মনও, কারো মিলনের আকাঙ্খায় ,

আনামিকা, তু-ভি তারছে ।
অনামিকা, তুমিও তৃষ্ণায় ভোগো (কারো সঙ্গের কামনায়) ।

মেরি ভিগি ভিগি-ছি... (2)))
আমার ভেজা ভেজা...


(((তুঝে বিন জানে, বিন প্যাহেচানে,
তোমায় না জেনে, না চিনে,

ম্যায়নে হৃদ্যায়ছে লাগায়া । (2)))
আমি হৃদয়ে সংযুক্ত করেছি (তোমার নাম) ।

পার মেরে পেয়ার-কে বাদলে-মে তু-নে,
কিন্তু, আমার প্রেমের বদলে তুমি,

মুঝকো ইয়ে দিন দিখলায়া ।
আমাকে এই দিন দেখালে (ধোকার, কষ্টের)।

জ্যায়ছে বিরেহা-কি রুত ম্যায়নে কাটি,
যেভাবে আমি বিরহের ঋতু (সময়) কাটিয়েছি,

তারাপকে আহে ভার ভার-কে ।
যন্ত্রনায় কাতরিয়েছি।


জ্বালে মান তেরা ভি, কিছি-কে মিলান-কো,
জ্বলুক তোমার মনও, কারো মিলনের আকাঙ্খায় ,

আনামিকা, তু-ভি তারছে ।
অনামিকা, তুমিও তৃষ্ণায় ভোগো (কারো সঙ্গের কামনায়) ।

মেরি ভিগি ভিগি-ছি...
আমার ভেজা ভেজা...

(((আগ-ছে নাতা, নারি-ছে রিশতা ।
আগুনের সাথে মিলন (সংযুক্ত), নারীর সাথে সম্পর্ক ।

কাহে মান ছামাঝ না পায়া ?(2)))
কেনো মন বুঝতে পারেনি ?

মুঝে কেয়া হুয়া-থা, এক বেওয়াফা-পে,
আমার কি হয়েছিল যে, এক অবিশ্বস্তের সাথে,

হায় মুঝে কিউ পেয়ার আয়া ?
হায় ! কেনো আমি প্রেমে পড়লাম ?
( হায় ! কেনো আমার প্রেম আসলো/জাগলো তার প্রতি )

তেরি বেওয়াফায়িপে, হাছে জাগ ছারা,
তোমার বিশ্বাসঘাতকতায়, হাসে সারা জগত,

গালি গালি গুজরে জিধার-ছে ,
যেসব গলি দিয়ে তুমি গিয়েছো/ হেটেছো।
( তোমার বিশ্বাসঘাতকতায়, তোমার পরিচিত,
যেখানে তুমি থেকেছো, এরকম সবাই হেসেছ )

জ্বালে মান তেরা-ভি, কিছি-কে মিলান-কো ,
জ্বলুক তোমার মনও, কারো মিলনের আকাঙ্খায় ,

আনামিকা, তু-ভি তারছে ।
অনামিকা, তুমিও তৃষ্ণায় ভোগো (কারো সঙ্গের কামনায়)

মেরি ভিগি ভিগি-ছি...
আমার ভেজা ভেজা...


মেরি ভিগি ভিগি-ছি, পালকো-পে র‍্যাহে গায়ি,
জ্যায়ছে মেরে ছাপনে বিখার-কে ।

আমার ভেজা ভেজা চোখে,
স্বপ্ন গুলো (আমার) ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

জ্বালে মান তেরা ভি, কিছি-কে মিলান-কো,
জ্বলুক তোমার মনও, কারো মিলনের আকাঙ্খায় ,

আনামিকা, তু-ভি তারছে ।
অনামিকা, তুমিও তৃষ্ণায় ভোগো (কারো সঙ্গের কামনায়) ।

মেরি ভিগি ভিগি-ছি...
আমার ভেজা ভেজা...
..........................................................................
শিল্পীঃ কিশোর কুমার
মুভিঃ অনামিকা
লিরিক্সঃ মাজরুহ সুলতানপুরি
কম্পোজারঃ আর ডি রর্মন (রাহুল দেব বর্মন)
ল্যাবেলঃ সারাগামা
প্রকাশকালঃ পহেলা জানুয়ারি ১৯৭৩
..........................................................................

Post a Comment

1 Comments

  1. I loved this song since my childhood. Today I got to know the meaning. Thanks for sharing.

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)