Do Pal Ruka- দো পাল রুকা
দো পাল রুকা, খাবো-কা কারবা,
দু-পলক থেমেছিল, স্বপ্নের ক্যারাভান (এক ধরনের গাড়ি),
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
দো পালকি-থি, এ দিলো-কি দাসতা,
দু-পলকের ছিল, এ হৃদয়ের (প্রেমের) গল্প,
অর ফির চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা,
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
তুম-থে কি থি কোয়ি উজলি কিরান ?
তুমিই কি ছিলে নাকি ছিলো কোনো উজ্জ্বল আলোক রশ্নি ?
তুম থে ইয়া কোই কালি মুছকায়ি-থি ?
তুমিই কি ছিলে নাকি ছিলো কোনো হাস্যজ্জ্বল ফুলের কলি ?
তুম থে ইয়া ছাপনো-কা থা ছাআবান ?
তুমিই কি ছিলে নাকি ছিলো কোনো স্বপ্নের বৃষ্টিধারা ?
তুম থে কে খুশিও-কি ঘাটা ছায়ি-থি ?
তুমিই কি ছিলে নাকি ছিলো কোনো সুখময় মেঘের ছায়া ?
তুম থেকে থা কোয়ি ফুল খিলা ?
তুমিই কি ছিলে নাকি ফুটেছিলো কোনো ফুল ?
তুম থে ইয়া মিলা-থা মুঝে নয়া জাহা ?
তুমিই কি ছিলে নাকি আমি পেয়েছিলাম কোনো নতুন পৃথিবীর দেখা ?
দো পাল রুকা, খাবো-কা কারবা,
দু-পলক থেমেছিল, স্বপ্নের ক্যারাভান (এক ধরনের গাড়ি),
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
দো পালকি-থি, এ দিলো-কি দাসতা,
দু-পলকের ছিল, এ হৃদয়ের (প্রেমের) গল্প,
অর ফির চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
তুম থে ইয়া খুশবু হাওয়াওমে থি ?
তুমিই কি ছিলে নাকি কোনো সুগন্ধ ছিল হাওয়ায় ?
তুম থে ইয়া রাঙ্গ ছারি দিশাও-মে থে ?
তুমিই কি ছিলে নাকি রঙ-মূখর ছিলো সারা দিক ?
তুম থে ইয়া রশনি রাহো মে থি ?
তুমিই কি ছিলে নাকি (আলোক) রশ্নি ছিল পথে ?
তুম থে ইয়া গীত গুঞ্জে ফিজাও-মে থে ?
তুমিই কি ছিলে নাকি গানের গুনগুনানি ছিল হাওয়ায় ?
তুম থে মিলে ইয়া মিলি-থি মনজিলে ?
তুমিই কি ছিলে নাকি আমি পেয়েছিলাম মনজিলের (গন্তব্য) দেখা ?
তুম থে কে থা জাদু ভারা কোয়ি ছামা ?
তুমিই কি ছিলে নাকি ছিলো জাদুময় কোনো পরিবেশ ?
দো পাল রুকা, খাবো-কা কারবা,
দু-পলক থেমেছিল, স্বপ্নের ক্যারাভান (এক ধরনের গাড়ি),
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
দো পালকি-থি, এ দিলো-কা দাসতা,
দু-পলকের ছিল, এ হৃদয়ের (প্রেমের) গল্প,
অর ফির চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
অর ফির চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা,
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
------------------------------------------------------
গানঃ দো পাল রুকা
মুভিঃ ভীর-জারা
অভিনয়েঃ শাহরুখ খান, প্রীতি জিনতা
মিউজিকঃ প্রয়াত মদন মোহন, নতুনভাবে প্রকাশ করেছেন সঞ্জীব কোহলি
লিরিক্সঃ জাভেদ আখতার
ল্যাবেলঃ যশ রাজ মিউজিক
শিল্পীঃ লতা মঙ্গেশকর ও সোনু নিগাম
প্রকাশকালঃ ২০০৪
------------------------------------------------------
0 Comments